ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন পোস্ট অফিসের পাশে অস্থায়ী তৈরিকৃত বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্যালুট ও মোনাজাত শেষে সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।